Sunday, August 12, 2018

Bangla check list for technical audit



Version -02
Date of issue: 25/5/2017
 
             Babylon Garmen
            2-B/1, Darus Salam Road, Mirpur,                         Grading
                            Dhaka-1216, Bangladesh                                   Best 80-100                    
         Internal Technical Audit check list                 Better 60-80
                                                                                                                                                             Good 40-60
                                                                                                                                                               Fail Below 40                                                                                                                       
১।ইনভেন্টরি সিস্টেম আসে কি না ?                      Mark 1*100=100

উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য

২।ফ্যাব্রিক ইন্সপেকশন ফর পয়েন্ট অনুযায়ী ইন্সপেকশন করা হয় কিনা ?

উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৩।লাইট বক্স আসে কিনা?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৪।শেড ব্লাঙ্কেট ,জি,আস,এম ,স্রিঙ্কাগেজ করা হয় কিনা ?

উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৫।মালামালগুলো র‍্যাক এ রাখা হয় কিনা?

উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৬। Accessories ইন্সপেকশন করা হয় কিনা ?

উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৭।ventilation system আসে কিনা ?

উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৮।হউস কেপিং system ভাল আসে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


৯।Reject/Non confirming Area/Quarantine এরিয়া আসে কিনা ?

উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

১০।কাটিং ব্লেডগুলো সংরক্ষিত জায়গায় সংরক্ষণ করা হয় কিনা এবং রিপলেসমেন্ট রেকর্ড রাখা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

১১.     ইকুয়েপমেন্টসমুহ ভাল অবস্থায় এবং তাহা ব্যবহার যোগ্য আছে কিনা ?

উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


১২.    রুটিন অনুযায়ী ইকুয়েপমেন্টগুলো রক্ষনাবেক্ষন করা হয় কিনা এবং তাহা ফলোআপ করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


১৩.    মার্কার এডহেসিভ টেপ দ্বারা/সাইডে স্পিং ক্লাম্প দিয়ে এটাচ করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

5.      দুই টেবিলের মাঝে লোকজন দাড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা আছে কিনা ?

উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


6.      ব্যান্ড নাইফ কাটিং মেশিনটি আলাদা জায়গায় আছে কিনা এবং তাহার চারপশে বেড়া আছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


7.      কাটিং ইকুয়েপমেন্টের বৈদুতিক ক্যাবলগুলো কাটিং ব্লেড থেকে দুরে আছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


8.      প্রত্যেক কাটিং অপারেটরেরা সুরক্ষা গ্লোব ব্যবহার করে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


9. স্ট্রেইট নাইফ অপারেটরেরা টেবিলের পাশে দাঁড়ায় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

10.    চেক বা স্ট্রাইপ ফেব্রিক হলে কাটিং এর সময় পিন ব্যবহার করে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


11.    সকল পিন পয়েন্ট প্রতিরোধ বা ঢাকা রাখা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


12.    লে-করার পূর্বে কাটিং টেবিলের উপরে পেপার বিছানো হয় কিনা ?

উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

         
13.    লে শেষ করার পর লেয়ারের উপর যে মার্কার পেপারটি বিছানো হয় তাহা কিউ,সি  চেক করে সিল এবং সাইন দেয় কিনা ?

উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


14.    কালার কন্টিনিউটি কার্ড অনুযয়ী শেড লট আলাদা করা হয় কিনা ?  

উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


15.    কাপড়ের লে গুলো একই ডাই লট এবং একই ব্যাচ এর আছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


16.    ভিন্ন ধরনের ডাই লটের কাপড় একই লেতে কাটতে হলে মাঝে রঙ্গিন কাগজ ব্যবহার করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


17.    ইলাস্টেন কাপড় কমপক্ষে 24 ঘন্টা রিলাক্স করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


18.    ইলাস্টেন কাপড় ছাড়া অন্যান্য নীট কাপড় কমপক্ষে 12 ঘন্টা রিলাক্স করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


19.    রিলাক্স করার ক্ষেত্রে সঠিক ইকুয়েপমেন্টের ব্যবহার করা হয় কিনা এবং রিলাক্সজেশনের জায়গায় রিলাক্স দেওয়া হয় কিনা এবং কাপড়ের রোলগুলির বঁধন খুলে রিলাক্স দেওয়া হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


20.    মাস্টার প্যাটার্ন (হার্ড প্যাটার্ন) দিয়ে উপরে, মাঝে এবং নিচের প্যানেলগুলি চেক করা হয় কিনা এবং তার রেকর্ড রাখা হয় কিনা এবং এ্যাকশন নেওয়া হয় কিনা ?    
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


21.    ট্রেসিবিলিটির জন্য প্রত্যেক কাট পিচে কাটিং নাম্বার, সাইজ, সিরিয়াল নাম্বার দিয়ে ষ্টিকার লাগানো হয় কিনা ?  
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

22.    ডিফেক্ট কাট প্যানেলগুলি 100% রি-কাট করা হয় কিনা এবং ইন্সপেকশন করা হয় কিনা ও তার রেকর্ড রাখা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


23.    ইন্সপেকশন এবং টিকিটিং এর জন্য কাট প্যানেলগুলো যথাযথভাবে এবং নিয়ন্ত্রিতভাবে রাখা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।



২৪.    স্নাপ, ব্লেড, নাইফ অথবা ওল্ড স্ট্রেইট নাইফ কাটিং মেশিনে ব্যবহার করা হয় কিনা?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।



2.    ফিউজিং/লেমেনেটিং ইকুপমেণ্ট গুলি রেকর্ড সহ সঠিক কাজের জন্য ব্যবহারযোগ্য কন্ডিশনে আছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


২৬.   যেখানে ব্লেড ব্যবহার হয় সেখানে সেফটি গার্ড ব্যবহার করা হয় কিনা?  
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

         
২৭.    স্পেয়ার ব্লেড গুলো প্রশিক্ষিত অনুমোদিত লোকের কাছে রাখা হয় কিনা? 
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

         
২৮.   স্পেয়ার এবং পুরাতন ব্লেডগুলো নিয়ন্ত্রিতভাবে এবং সহজে অডিট করা যায় এমন নিরাপদ জায়গায় এবং ডেসিবিলিটি আছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


২৯.   নতুন ব্লেড পুরাতনের বিনিময়ে নতুন ভাবে ব্যবহার করা হয় কিনা?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

         
৩০.   ভাঙ্গা নীতির ক্ষেত্রে নতুন ব্লেড ইস্যুর ক্ষেত্রে সকলভাঙ্গা অংশ জমা করা হয় কিনা ?   
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।



25.    বছরে অন্তত একবার মেশিনগুলো কেলিব্রেশন করা হয় কিনা এবং নিয়মিত সাভিসিং করা হয় কিনা ? (Maintenance)
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


26.    মেশিনের সময় চাপ এবং গতি মেশিন সাপ্লায়ার দিয়ে কেলিব্রেশন করা হয় কিনা ? (Maintenance)
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

         
27.    সাপ্লায়ারের দেয়া কেলিব্রেশন রিপোর্টগুলো মেশিনের সাথে লাগানো আছে কিনা ?   
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

28.    থারমোস্ট্রীপ দিয়ে ফিউজিং/লেমেনেটিং মেশিনগুলো দিনে দুই বার চেক করা হয় কিনা এবং তার রেকর্ড আছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


29.    গ্লু লাইন তাপমাত্রা ক্রিটিক্যাল, তাই বন্ড টেস্ট করে ডকুমেন্ট রাখা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

         
30.    ফিউজিং/ল্যামিনেটিং মেশিনটি প্রত্যেক স্টাইলের শুরুতে এবং শেষে চেক করা হয় কিনা এবং প্রতি 2 ঘন্টা পর-পর (দিনে 4 বার) চেক করা হয় কিনা এবং তাহার রেকর্ড রাখা হয় কিনা ?  
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


3.    সিজার এবং কাটার সমৃহ সঠিকভাবে বেঁধে রাখা হয় কিনা ?  (Cutting) (Sewing) (Finishing)
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

38.    ছোট পার্টসগুলো যেমন স্ক্রুীউ ডাইভার, প্লাস এবং টুইজার ইস্যু এবং রিসিভ রেকর্ড করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।
৩৯।inline রিপোর্ট , End line রিপোর্ট  ,Hourly AQL রিপোর্ট করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৪০।Tack pack( PO sheet, Work instruction ,approved Sample etc ) লাইন এ  জুলান হয়েসে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


 ৪১ কোন Bundle Defects পেলে উক্ত Bundle অপারেটর দ্বারা 100% Inspection করানো হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৪২।কোয়ালিটি ব্যবস্থাপনার চাহিদা পূরণের জন্য ব্যবস্থাপনার কোন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৪৩।   সাত পিচ ইন্সেপেকশনে প্রত্যেক প্রসেস দিনে অন্তত দুই বার চেক করা হয় কিনা ?
         
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৪৪।Defects পেলে তাহা Record করে তাহার Document রাখা হয় কিনা সুপারভাইজার /মেনেজমেন্ট তাহার Corrective এবং Preventive Action Plan নিয়ে পরবর্তীতে উক্ত Defect টি কমিয়ে আনা হয় কিনা ?

উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।
৪৫।সকল Process গুলির মধ্যে যে সমস্ত Process গুলি Critical/ High Risk সে  Process গুলি দিনে অন্তত ৩ বার Check করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।
৪৬.   Findings গুলি Trafic Light system এর মাধ্যমে High Light করা হয় কিনা এবং Follow up করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৪৭.    End Line 100% গার্মেন্টস check করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।



৪৮.   প্রত্যেক Inspection Table গুলি ভাল এবং উপরে White Colour আছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৪৯.    ইন্সেপেকশন টেবিলের উপরে প্রর্যাপ্ত পরিমান Lighting আছে কিনা (Req. – 1000 Lux) ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৫০.   Technical Requirement Approval Sample এবং Approval Trims অনুযায়ী In side, Out side, Lbl, Hang Tag এবং Packing details check করা হয় কিনা?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৫১.    Q.C রা সুতা কাটে কিনা এবং Cutter ব্যবহার করে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৫২.             Finding গুলির Record রাখা হয় কিনা এবং Pass/Fail নিন©য় করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৫৩.                Record অনুযায়ী Supervisor/Manager Corrective/Preventive Action Plan করে Defective Points গুলি Reduce করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৫৪.   যে কোন সমস্যা Identified করার পর তাহার Faults এ মাক© করে Quarantine Area-তে Category করে রাখা হয় কিনা এবং Corrective Action Plan আছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।


৫৫.             Finding defect এর নাম এবং Operator এর নাম সহ রেকর্ড করা হয় কিনা?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৫৬.   Defective Record টি সু-স্পষ্ট আছে কিনা এবং সে অনুযায়ী Reduce করার চেষ্টা করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৫৭। প্রেসিং এরিয়া এবং ইকুইপমেন্ট পরিস্কার আছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৫৮.            প্রেসিং এলাকাতে পর্যাপ্ত আলো আছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৫৯.   প্রেসিং টেবিলের কভার নিয়মিত পরিবর্তন করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৬০.             কাপড়ের প্রকৃতি এবং গঠন বিবেচনা করে প্রেসিং করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৬১.             প্রত্যেক স্টাইলের প্রেসিং স্ট্যান্ডার্ড আছে কিনা এবং তাহা স্টাইল চলাকালে রাখা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৬২.   প্রেসিং এর সময় কোন ক্রিজ মার্ক পরে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৬৩।  রিK&ª পয়েন্টগুলি নিয়মিত মেজারম্যান্ট করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৬৪।প্রেসিং এর পর 100% Inspection করানো হয় কিনা ?

উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৬৫। ফিনিশিং গার্মেন্টস চেক করার জন্য হাতে ব্যবহ্নত মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।
৬৬।প্রসেসের কোন অংশে সুনির্দিষ্টভাবে দেখার জন্য হাতে ব্যবহিত মেটাল ডিটেক্টর মেশিন দ্বারা চেক করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৬৭.   মেটাল পাশ হওয়ার সময় মেশিনটি বন্ধ হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৬৮. ডিটেক্টর নষ্ট অবস্থায় এবং মেশিনের সুইচ বন্ধ অবস্থায় কনভেয়ার বেল্টটি চলে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৬৯.   অ্যালার্ম এক্টিভেট হলে এবং বেল্ট থেমে গেলে কনভেয়ার বেল্ট পুনরায় স্বয়ংক্রিয় ভাবে রি-স্টার্ট হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

 ৭০.   শ্রবণযোগ্য অ্যালার্ম এবং কনভেয়ার বেল্ট শুধু চাবি দিয়ে রি-স্টার্ট করা যায় কিনা এবং উক্ত চাবিটি ডিপার্টমেন্টের দায়িত্ব প্রাপ্ত কারো কাছে থাকে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৭১.    মেটাল ডিটেক্টর মেশিনের সাথে সরবরাহকারীকতৃক দেওয়া 1.2 মি.মি ফেরাস টেস্ট স্ট্যান্ডার্ড চেকিং পদ্ধতি টি অপারেটর যানে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

7.    মেটাল ডিটেক্টর মেশিন নিয়মিত ভিক্তিতে (অন্তত বছরে একবার) ডিটেক্টরের সরবরাহকারীকৃত বা টেসকো অনুমোদিত ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস করা হয় কিনা ?

উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।
৭৩।ন্যাচারাল প্রসেস ফ্লো সিস্টেম অনুযয়ী মেটাল ডিটেক্টর মেশিন বসানো হয়েছে কিনা এবং পণ্য ডিসপাস করা হয়েছে কিনা ? 
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৭৪. মেটাল ডিটেক্টর সহজে সনাক্ত করা যায় এবং পরিষ্কার ভাবে চিহ্নিত করা যায় এমন এলাকায় রাখা আছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৭৫.   এটা দেয়াল থেকে দূরে আচে কিনা এবং কোন প্রকারের মেটাল রোমের সাথে রাখা আছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৭৬.   মেটাল ডিটেক্টর মেসিনের ফিড/এক্সিট মেটাল ফ্রি এলাকায় আছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৭৭.    মেটাল ডিটেক্টর মেশিন রাখার জায়গা সরবরাহ কতৃক অনুমোদিত কিনা এবং অনুমোদনের সার্টিফিকেট আছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

7. মেটাল ডিটেকশনের সেটআপ টি এয়ারপোর্ট সিস্টেমে কিনা এবং পণ্য শুধু মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে প্রবেশ করে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৭৯.    দুইটি মেটাল ডিটেক্টর মেশিন কি বেক টু বেক রাখা আছে যা পণ্য দুই পাশেই চেক করে ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৮০.   মেইটেনেন্স, স্ট্যান্ডার্ড অপারেশন মেটাল ডিটেক্টর কি হোল্ডারের প্রশিক্ষণ টেস্টিং এবং কেলিব্রেশন, মেশিন সরবরাহকারী কতৃক বা অনুমোদিত এজেন্ট দ্বারা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৮১.    অভ্যন্তরীণ মেটাল ডিটেক্টর প্রসিজার এবং মেটাল ডিটেক্টর অপারেশন এবং কি হোন্ডার সম্পর্কে অপারেটর সম্পূর্ণভাবে প্রশিক্ষিত কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

 ৮২.  মেটাল ডিটেক্টরে ফিনিশ্ড গুডস্ চেক করার আগে মেশিনটি ৯ পয়েন্ট চেক করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৮৩. সকল শনাক্তকৃত পণ্য ফিনিশ্ড গুডস্ এলাকা ছাড়ার আগে কোয়ারেন্টাইন এলাকায় রাখা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৮৪.   কোয়ারেন্টাইন এলাকায় রাখা পণ্যগুলো পুনরায় রিলিজ করার আগে চেক করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৮৫. যদি টেস্ট ফেইল করে তখন কি ডিটেক্টর রিকেলিবেশন করা হয় এবং পুনরায় টেস্ট করা হয় এবং কোয়ারেন্টাইনকৃত মাল রিলিজ করার আগে আবার টেস্ট করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৮৬. মেটাল ডিটেক্টর মেশিন কি টেসকো অনুমোদিত সরবরাহকারীর কাছ থেকে নেয়া হয়েছে কিনা এবং ৯ পয়েন্ট চেকের বদলে ৩ পয়েন্ট করা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৮৭. যে পণ্য মেটাল ডিটেক্টর মেশিনে একটিভেট হয় সেই পণ্যটি একটি পলিব্যাগে ডুকিয়ে পলিব্যাগের উপরে নিদিষ্ট আইডেন্টিফিকেশন লিখে এবং সীল সাইন করে সিকিউরড বক্সে রাখা হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৮৮.   মেটাল ডিটেক্টর মেসিনে যতবার একটিভেট হয় তত সংখ্যা সিকিউরড বক্সের সাথে মিলে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৮৯.   যখন ভাঙ্গা নিডেলের সকল অংশ না পাওয়া যায় এবং নতুন নিডেল বিনিময় করা হয় তখন তার রেকর্ড ভাঙ্গা নিডেল রেকর্ডে রাখা হয় কিনা ? (Sewing)
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।



৯০.    প্রত্যেক স্টাইলের সাইজ চার্ট অডিটরদের কাছে আছে কিনা এবং মেজারমেন্ট টেপ কেলিব্রেটেড কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৯১.    অডিট করার সময় সকল পয়েন্ট মেজারমেন্ট করা হয় কিনা?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।।

৯২।  মেটাল পাশ হওয়ার পর 100% Inspection করানো হয় কিনা ?

উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৯৩। Technical Requirement Approval Sample এবং Approval Trims অনুযায়ী In side, Out side, Lbl, Hang Tag এবং Packing details check করা হয় কিনা?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৯৪.    চিলড্রেন প্রোডাক্ট এর জন্য যে Process টি Critical সেই Process টি Process Control এবং ফিনিসিং এ মেজারমেন্ট এবং মনিটরিং করা হয় কিনা?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।



৯৫.             মেজারমেন্ট টলারেন্সের বাইরে হলে কারেক্টিভ একশন প্লান নেওয়া হয় কিনা?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৯৬.            মেজারম্যান্ট Out of টলারেন্স হলে তাহা আলাদা করে Reject হিসাব রাখা হয়  কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৯৭.    মেটাল ডিটেক্টর মেসিনটি কনভেয়ার বেল্ট টাইপ কিনা এবং এপারেচারের ভিতর দিয়ে গার্মেন্টস পাশ হয় কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

৯৮.   প্রয়োজনীয় জায়গায় সাপ্পায়ার দ্বারা ইন্সটল সার্টিফিকেট করা হয়েছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

9.    নিরাপদ, আইনগত এবং গুনগত পণ্য উৎপাদনের জন্য কোন কোয়ালিটি নীতিমালা এবং মানুয়াল আছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।

১০০.  প্রতি section a House keeping সুন্দর আছে কিনা ?
উত্তর ঃ     হাঁ         না        অপ্রযোজ্য ।



No comments:

Post a Comment